খুঁটি পুজোর মধ্য দিয়ে রথখোলা নবীন সংঘের দূর্গা পুজোর প্রস্তুতি শুরু

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পূজার প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির রথখোলা নবীন সংঘ।


এবছর তাদের থিম ‘মোদের প্রান গাছের দান’।পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হবে।এই থিমে পুজো মন্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা।

খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস, সভাপতি কৃষ্ণ দাস, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত কর্মকার,বিশিষ্ট সমাজসেবী ধীমান বোস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।খুঁটি পুজোর পাশাপাশি এদিন ক্লাবের মাঠে ক্যারাটে প্রশিক্ষণরত তিন খুদে খেলয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।


রথখোলা নবীন সংঘের পুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস জানান, আমরা একটু ভিন্নমাত্রায় এবার পুজো উপহার দিতে চলেছি।এবছর আমাদের থিম মোদের প্রান গাছের দান।পুজোর কয়েকদিন বিশেষ অনুষ্ঠানও থাকবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *