শিলিগুড়ি,৯ আগস্টঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির সুব্রত সংঘ।এবছর ৬৭ তম বর্ষে পা দিতে চলেছে সুব্রত সংঘ এর পুজো।প্রতি বছরই শহরবাসীকে আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে সুব্রত সংঘ। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”।
ক্লাবের সদস্যরা জানান, বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি আমরা।তেমনি এবছর তাদের পুজো মণ্ডপকে যেই দৃষ্টিভঙ্গিতে আপনি দেখবেন সেই ভাবনায় খুঁজে পাবেন। মেদিনীপুরের শিল্পী দ্বারা এবং সমাজ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হবে পূজা মন্ডপ।
ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস ও পূজা কমিটির সম্পাদক রবীয়া নাথ জানান, এবারের যে থিম রয়েছে তা মানুষের মন জয় করবে। প্রচুর সংখ্যক দর্শনার্থী এবারও পুজো মন্ডপের বাইরে ভিড় জমাবেন বলেই আশাবাদী তারা। পাশাপাশি নিরাপত্তার তাগিদে সমস্ত পূজা প্রাঙ্গন সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে ফেলা হবে বলে জানান তারা।