আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা শুরু হতে চলেছে।সূত্রের খবর,আজ অমিত শাহের সভা থেকেই বিজেপি’তে যোগ দিতে চলেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে বেশকয়েকজন বিধায়ক।
উল্লেখ্য,সভা উপলক্ষে গতকাল রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ।নিউটাউনের একটি হোটেলে উঠেছিলেন তিনি।আজ সকালে হোটেলেই এনআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।এরপর উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে যান অমিত শাহ।সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ।স্বামীজির বাড়ি ঘুরে দেখার পাশাপাশি সেখানে গিয়ে শিবমন্দিরে পুজোও দেন অমিত শাহ।পাশাপাশি এদিন ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও যান অমিত শাহ।ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।কথা বলেন ক্ষুদিরাম বসুর বংশধরদের সঙ্গে এবং উত্তরীয় পড়িয়ে তাদের সম্মানিতও করেন।
এছাড়াও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ৫০০ বছরেরও বেশি পুরনো মহামায়া মন্দিরে পুজো দেন অমিত শাহের।মন্দির চত্বরে ছিল আটোসাটো নিরাপত্তা।
সূত্রের খবর, এরপরই বালিঝুড়ির কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে সভায় যোগ দেবেন অমিত শাহ।