রাজগঞ্জ, ১৯ নভেম্বরঃ কিডনির জটিল রোগে আক্রান্ত মেয়ে, ভিন রাজ্যে চিকিৎসার জন্য গিয়েও অর্থের অভাবে প্রায় বন্ধ চিকিৎসা।মেয়ের চিকিৎসার জন্য দুই নাতিকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আর্জি করছেন অসহায় মা।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির মহামায়া কলোনির কানন সরকারের মেয়ে দীপা সরকার কিডনির জটিল রোগে আক্রান্ত। জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে ময়নাগুড়ির মহেশ সরকারের সঙ্গে বিয়ে হয় দীপার। দীর্ঘ কয়েক বছর ধরে ফুলবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকছেন তারা। মহেশ বাবু পেশায় গাড়ি চালকের কাজ করেন। দুই ছেলেকে নিয়ে চারজনের তাদের সংসার।
মাস তিনেক আগে হঠাৎ করে দীপা অসুস্থ হয়ে পড়ে।তার কিডনির জটিল রোগ ধরা পড়ে।জমানো অর্থ দিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা করা হয়।এরপর অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় মানুষের সহযোগিতায় কিছু অর্থ সংগ্রহ করে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য পাঠানো হয়।বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের মুখে।প্রয়োজন প্রচুর অর্থের।কিভাবে সেই টাকা জোগাড় হবে তা ভেবে রাতের ঘুম উড়েছে দীপার মা কানন দেবীর।মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্যে আর্জি জানিয়েছেন তিনি।
যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন 83709-65242 এই নম্বরে।