শিলিগুড়ি, ২৮ জুলাইঃ গুলমা টি এস্টেট এর মোহরগাঁও লেবার লাইন এলাকা থেকে কিং কোবরা উদ্ধার করল দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের সুকনা স্কোয়াড ১ এর বনকর্মীরা।
এদিন এলাকার এক শ্রমিকের বাড়ির পেছনে কিং কোবরাটিকে দেখতে পাওয়া যায়।এরপরই খবর দেওয়া হয় সুকনা স্কোয়াডে।বনকর্মীরা গিয়ে কিং কোবরাটিকে উদ্ধার করে।এরপর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিং কোবরাটিকে ছেড়ে দেওয়া হয়।