আলিপুরদুয়ার, ২৯ মার্চঃ আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া এলাকা থেকে বিশালাকার কিং কোবরা উদ্ধার করল বনদফতর।
জানা গিয়েছে, এদিন টোটোপাড়া এলাকার একটি বাড়িতে বিশালাকার কিং কোবরা দেখতে পাওয়া যায়।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদফতরের লঙ্কাপাড়া রেঞ্জে।খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১৪ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করে।
কিং কোবরাটিকে উদ্ধারের পর জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকার মানুষ।