রাজগঞ্জ, ৫ নভেম্বরঃ রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্মেলনের প্রস্তুতি সভার আয়োজন করা হল।
শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিতাগুড়ি গ্রামে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ২২শে নভেম্বর জলপাইগুড়ির জল্পেস মন্দিরের মাঠে জলপাইগুড়ি কিষাণ খেতমজুর সংগঠনের ডাকে জেলা সন্মেলন করা হবে।সেই সভা সফল করার উদ্দেশ্য এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ ব্লক কিষাণ ক্ষেত মজুরের সভাপতি অহিদার রহমান, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ যুব সভাপতি তুষার দত্ত সহ স্থানীয় কর্মী সমর্থকেরা।
