শিলিগুড়ি, ১৭ জুলাইঃ শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন নদীতে কিশোরের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।স্থানীয়দের অনুমান, দুদিন আগেই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে।অন্য কোন জায়গা থেকে ভেসে এসেছে মৃতদেহটি।কিশোরের বয়স ১৪-১৫ বছর হতে পারে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।