রাজগঞ্জ, ৯ এপ্রিলঃ কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।ধৃতের নাম মন্টুলাল দাস ( ৬৫ )।
অভিযোগ, ক্লাস নাইনের ওই ছাত্রীকে প্রাণের ভয় দেখিয়ে প্রায় ৩ বছর ধরে লাগাতার ধর্ষণ করছিল প্রতিবেশী ৬৫ বছরের বৃদ্ধ।১৭ বছরের ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা সামনে আসে।বৃদ্ধ ক্যানাল ও চা বাগানে নিয়ে গিয়ে প্রায় ৩ বছর ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছিল বলে অভিযোগ।প্রাণের ভয়ে কাউকে কিছু বলতে পারেনি কিশোরী।
এদিকে ঘটনা সামনে আসতেই শনিবার পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শিকারপুর থেকে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।