খড়িবাড়ি, ১০ জানুয়ারিঃ টিউশন থেকে বাড়ি ফেরার পথে কিশোরিকে একা পেয়ে অশ্লীল কথা ও শ্লীলতাহানির অভিযোগ।বাধা দিলে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে।খড়িবাড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল।গ্রেফতার ২ যুবক।
জানা গিয়েছে, প্রতিদিন খড়িবাড়ি হাট থেকে টিউশন শেষ করে বাড়ি ফেরে কিশোরী।গতকাল সন্ধ্যে নাগাদ একা বাড়ি ফেরার পথে ২ যুবক তার পিছু নেয়।এরপর বিভিন্ন অশ্লীল কথা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ।পরবর্তীতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় কিশোরী।এরপরই খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে মহম্মদ সামিম ও মহম্মদ সিদ্দিককে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনায় কঠোর শাস্তির দাবি জানান কিশোরীর পরিবারের সদস্যরা।