খড়িবাড়ি, ১৩ জানুয়ারিঃ টিউশন থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকির ঘটনার প্রতিবাদে নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং খড়িবাড়ি নারী সুরক্ষা সমিতি।
জানা গিয়েছে, এদিন ঘটনায় দোষীদের কড়া শাস্তি এবং নির্যাতিতার বিচারের দাবিতে খড়িবাড়িতে প্রতিবাদ মিছিল করা হয়।খড়িবাড়ির মাতৃ মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে খড়িবাড়ি বাজার পর্যন্ত যায়।পরে খড়িবাড়ি বাসস্ট্যান্ডের ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং খড়িবাড়ি নারী সুরক্ষা সমিতির সদস্যরা।
এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি শাখার সভাপতি বিক্রমাদিত্য মন্ডল জানান, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে।আরজি করের ঘটনায় নির্যাতিতা বিচার না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।