শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডে শান্তিনগর বৌবাজার পাইপ লাইন এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।মৃতার নাম অনু রায়(১৭)।
জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবার সকালে কিশোরীর মা কাজে চলে যায়।ঘরে ভাইয়ের সঙ্গে ছিল কিশোরী।সেই সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।বাড়ি ফিরে দরজা খুলতেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান মা।মায়ের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, কিশোরীর বাবা বহুদিন আগেই মারা যায়।গত কয়েকবছর ধরে এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো কিশোরী।অভাব অনটনের মধ্য দিয়ে চলে সংসার।উচ্চমাধ্যমিক পাস করার পর পড়াশোনা ছেড়ে বিউটি পার্লারে কাজ করতো কিশোরী।তবে কি কারণে এই ঘটনা ঘটালো তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।