শিলিগুড়ি, ৯ জুনঃ নবম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার।শুক্রবার আপার বাগডোগরার লালাবস্তি এলাকায় ঘটনাটি ঘটে।মৃতার নাম কোমল চৌধুরী(১৪)।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা খাওয়ার জন্য কোমকে ডাক দেন।সেই ডাকে সাড়া না দিলে ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখতে পান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত করছে বাগডোগরা থানার পুলিশ।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।