শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ লোনের কিস্তির টাকা দিতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক।শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস পূর্ব ফকদইবাড়ি এলাকায়।মৃতের নাম সনৎ কুমার সাহা।
জানা গিয়েছে, সনৎ কুমার সাহা পেশায় টোটো চালক ছিলেন।টোটো চালিয়ে কোনরকমে সংসার চলতো তার।বাড়িতে স্ত্রী, দুই সন্তান সহ বাবা মা রয়েছেন।ব্যাংকের লোন সহ একাধিক ঋণে জর্জরিত ছিল যুবক।গতকাল লোনের কিস্তির টাকা নিতে যুবকের বাড়িতে আসে ব্যাঙ্কের কর্মীরা।এছাড়াও অন্যান্য ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ ছিল যুবকের উপর।
সেই লোনের কিস্তির টাকা দিতে না পেরেই গতকাল দুপুরে আত্মঘাতী হয় যুবক।ঘরে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে।আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, যুবক মানুষ হিসেবে ভালো ছিল।তবে একাধিক ঋণ ছিল তার।ঋণ পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে যুবক।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।