জলপাইগুড়ি, ১৬ এপ্রিলঃ জলপাইগুড়ি জেলাকে ক্লাস্টার জোন ঘোষনা করার পর আজ জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে শহরের মোট পাঁচটি রাস্তা বন্ধ করার আবেদন করা হল।
বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার সাথে জলপাইগুড়ি জেলাকে ক্লাস্টার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য সৈকত চ্যাটার্জি এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদিকে কোতয়ালী থানার আইসির মাধ্যমে একটি আবেদন করেন।
আবেদন পত্রে বলা হয় করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার জলপাইগুড়ি জেলাকে ক্লাস্টার ঘোষনা করেছে। সে কারনেই জলপাইগুড়ি শহরের প্রধান পাঁচটি প্রবেশের রাস্তা আশামোড়, গোশাল মোড়, পাহারপুর মোড়,৭৩মোড়,পার্কের মোড় এই পাঁচটি রাস্তা সম্পূর্ন বন্ধ করা হোক।
এদিকে পুলিশের তরফে ইতিমধ্যেই এই রাস্তাগুলিতে চেকিং এবং কড়া নজরদারির কথা বলা হয়েছে।
অন্যদিকে, জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের সরকারি প্রতিষ্ঠানগুলিকে স্যানিটাইজ করার কাজ শুরু করা হয়েছে।