রাজগঞ্জ, ১ জানুয়ারিঃ রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠাতা দিবস পালন ও দলীয় কার্যালয় উদ্বোধন হল। তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজগঞ্জের মাঝিয়ালির করতোয়া এলাকায় দলীয় কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন ও কেকে কাটার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করা হয়।দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায়,আইএনটিটিইউসির সভাপতি তপন দে, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, শেখ উমর ফারুক, ফিরদৌস আলম ও হেমন্ত বর্মন-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
পাশাপাশি এদিন মাঝিয়ালির করতোয়া এলাকায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলের ইতিহাস, আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা হয়।
