জলপাইগুড়ি, ২১ এপ্রিলঃ অনলাইনে কানের দুল কিনতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন জলপাইগুড়ির এক ব্যক্তি৷ দুই দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ১ লক্ষ ৬ হাজার টাকা। সোমবার জলপাইগুড়ির সাইবার থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন রায়কত পাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার৷
গত ১৩ এপ্রিল অনলাইনে এক ওয়েবসাইট থেকে কানের দুলের চারটি সেট অর্ডার করেছিলেন বাপ্পাই । ২০ এপ্রিল রবিবার বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয়। চারটি কানের দুলের সেটের জায়গায় একটি কানের দুল দেওয়া হয়েছিল। এরপর টোল ফ্রি ফোন নম্বরে যোগাযোগ করেন বাপ্পাই, সেখান থেকে অনলাইনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করতেই অন লাইনের মাধ্যমে প্রথমে ৯৮ হাজার ও পরে ৮ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে জানান বাপ্পাই।তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।