শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ ফের কাফসিরাপ পাচারের অভিযোগে তিন জন গ্রেফতার হল শিলিগুড়িতে। বুধবার রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ নজরুল ইসলাম, কৃষ্ণ দাস ও বাপি পাল।
বুধবার রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ধরে পুলিশ। তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে ৬০ টি কাফ সিরাপ বোতল উদ্ধার হয়। গাড়ি চালক সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।