রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ পথশ্রী প্রকল্পের মাধ্যমে চারটি পাকা রাস্তা তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি পঞ্চায়েতের এলাকায় দুটি পাকা রাস্তা, কুকুরজান অঞ্চলে একটি ও সুখানী গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা মিলিয়ে প্রায় ৮ কিলোমিটার চারটি রাস্তার শিলান্যাস করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রায় ৮ কোটি টাকা আর্থিক সহায়তায় রাস্তা তৈরি হবে।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী আজ পূরণ হল। আজ এই চারটি রাস্তার কাজের শুভারম্ভ হল।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার,রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব সভাপতি নীলাদ্রি বোস, সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায়, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, ফরজান আলী, হেমন্ত রায় সহ অন্যান্যরা।
