শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়ায় নির্মাণ হবে মহাকাল মন্দির। উত্তরবঙ্গ সফরের সময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার মন্দির তৈরির নির্দিষ্ট জায়গা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব।
এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বরো চেয়ারম্যান, পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় বৈঠক করেন। সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় মাটিগাড়য় প্রায় ১৪.৪১ একর জমিতে মহাকাল মন্দির নির্মাণ করা হবে। ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ শুরু হবে।
এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, ইতিমধ্যেই জায়গাটির সার্ভে সম্পন্ন হয়েছে। পাশাপাশি জমি পরিষ্কারের কাজও শুরু হয়েছে।দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন মেয়র।
