শিলিগুড়ি,২৬ ডিসেম্বর : শতবর্ষে পদার্পণ করলো ভারতীয় কমিউনিস্ট পার্টি।সেই উপলক্ষে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করে ভারতীয় কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদ।
বৃহস্পতিবার হাতে বেলুন ও দলীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করল ভারতীয় কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদ।এই শতবর্ষকে ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই মিছিল বলে জানিয়েছেন দলীয় কর্মীরা। মিছিলে কয়েকশো মানুষ পা মেলান।