শিলিগুড়ি, ১২ মেঃ মঙ্গলবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে একটি সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, মহামারির সময় রাজ্য সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।তিনি বলেন, রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানোর আগে তা রাজ্য সরকারকে জানানোর দরকার ছিল, কিন্তু কেন্দ্র তা করেনি।করোনা মহামারিতে রাজ্য সরকার নিজেই লড়ছে।এরপরেও রাজ্য সরকারের বিভিন্ন কাজের ত্রুটি বের করছে কেন্দ্র।
তিনি আরও বলেন, বাংলা থেকে গুজরাতে বেশী সংখ্যক মানুষ করোনা সংক্রমিত ও মৃত্যু হয়েছে। তা সত্বেও গুজরাত নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কেন্দ্র। কেন্দ্র রাজ্যকে কোনোরকম সাহায্য করেনি এবং বাংলাকে নিয়ে লাগাতার রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী।