এবার থেকে সামাজিক দূরত্ব না মানলেই বেজে উঠবে অ্যালার্ম, অভিনব আবিষ্কার ব্যাক্তির

শিলিগুড়ি,২০ আগস্টঃ করোনার হাত থেকে বাঁচতে যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলে আসছেন বিশেষজ্ঞরা।তেমনি সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।তবে এখনও সচেতন নয় অনেক মানুষ।সেই বিষয়টি মাথায় রেখে অভিনব আবিষ্কার ব্যাক্তির।


এবার থেকে সামাজিক দূরত্ব না মানলেই বেজে উঠবে অ্যালার্ম।অভিনব আবিষ্কার শিলিগুড়ির সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার কৌশিক কুমার দাসের।সামাজিক দূরত্ব বজায় রাখতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে তিনি তৈরি করেছেন ‘পার্সোনাল ডিসটেন্স মনিটরিং সিস্টেম গ্যাজেট’।  

কৌশিক বাবু সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ অধিকর্তা।কর্মসূত্রে তিনি শিলিগুড়িতেই থাকেন।তিনি অবসর সময়ে এমন নানা রকম আধুনিক গ্যাজেট তৈরি করতে ব্যস্ত থাকেন।আর তার এই দীর্ঘদিনের প্রচেষ্টায় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা ব্যয় করে এই গ্যাজেটটি তিনি তৈরি করে ফেলেন।ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্র তৈরির আগ্রহ তার ছিল, কিন্তু কর্মব্যস্ততায় তার এই আগ্রহ যেন লুকিয়ে যাচ্ছিল।লকডাউন চলাকালীন সময় পুরনো আগ্রহকেই এই গ্যাজেটের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি।


জানা গিয়েছে, গ্যাজেটটি কোমরে বেল্টের মাধ্যমে পড়তে হবে।গ্যাজেটটি কাজ করবে তখনই যখন আপনার আশেপাশে ৬ ফুট আওতার মধ্যে অন্য কেউ চলে আসবে।তৎক্ষণাৎ অ্যালার্ম বেজে উঠে সতর্ক করে দেবে আপনাকে।এই গ্যাজেটটি শুধুমাত্র সামাজিক দূরত্ব নয়, অন্ধকার জায়গাকে আলোকিত করতে এবং প্রয়োজনে আপনার ফোনকে চার্জ করতেও সাহায্য করবে।

স্টেশন ম্যানেজার কৌশিক বাবু জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক,স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।মানুষকে সতর্ক করতেই তার এই গ্যাজেট তৈরি করা।তিনি আরো জানান,এই গ্যাজেটটি কোন সোশ্যাল সাইট থেকে কপি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom