শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল লাগোয়া বেঙ্গাইজোতে ১৪ টি হাতির দল ঢুকল লোকালয়ে।
হাতির দল লোকালয়ের ঢুকতেই স্থানীয়দের নজরে আসলে খবর দেওয়া হয় বন কর্মীদের। খবর পেয়ে টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠিয়েছে। বনদফতর সূত্রে খবর পানিঘাটার কলাবড়ি জঙ্গল থেকে এই হাতির দলটি এলাকায় ঢুকে পড়ে। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। শীতের মরসুমে হাতি আনাগোনা শুরু হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
