ফাঁসিদেওয়া, ৮ ডিসেম্বরঃ নদী থেকে বালি চুরি, বাজেয়াপ্ত করা হল বালিবোঝাই ডাম্পার। ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশির সময় বালিবোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।ঘটনায় গ্রেফতার ডাম্পার চালক।
পুলিশ সূত্রে খবর, মহানন্দা নদী থেকে বালি চুরি করে বিহারের উদ্দেশ্য রওনা দিয়েছিল এই বালি বোঝাই ডাম্পার। মুরালিগঞ্জ চেকপোস্টে ডাম্পারটিকে আটক করা হয়।ডাম্পার চালকের কাছ থেকে বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেফতার করা হয় চালককে। ধৃতের নাম শুকলাল সোরেন।বিহারের বাসিন্দা।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে বালি তুলে পুলিশের চোখে ধুলো দিয়ে পাচারের ছক কষছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
