শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে এসটিএফের হাতে গ্রেফতার হল এক কেএলও জঙ্গি। বৃহস্পতিবার রাতে খালপাড়া থেকে ধরা হয় অবিনাশ রায় নামে এক যুবককে।অসমের বাসিন্দা অবিনাশ কয়েকমাস ধরে শ্রমিকের ছদ্মবেশে খালপাড়ায় কাজ করছিল।সেখানে ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের।তার সঙ্গে আরও বেশকয়েজন শিলিগুড়ি ও উত্তরবঙ্গে ঢুকেছে বলে অনুমান এসটিএফের।
বৃহস্পতিবার রাতে এসটিএফ এর উত্তরবঙ্গ শাখার আধিকারিকেরা খালপাড়া থেকে ধরে তাকে।তার সঙ্গে আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।শুক্রবার অবিনাশকে শিলিগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এসটিএফ।
এসটিএফ এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, কেএলও এর একজনকে গ্রেফতার করা হয়েছে।১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
