শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ ফের শিলিগুড়িতে কেএলও জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ।ধৃতের নাম মৃণাল বর্মণ।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা সে।
বৃহস্পতিবার রাতে অবিনাশ রায় নামে এক কেএলও সদস্যকে খালপাড়া থেকে গ্রেফতার করে এসটিএফ।তাকে জিজ্ঞাসাবাদ করে মৃণালের খোঁজ পায় পুলিশ।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে মৃণাল অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত।বাইরে থেকে অস্ত্র এনে মৃণাল ও অবিনাশের শহরে ব্যবসায়ায়ীদের থেকে টাকা লুট করে সেই টাকা তা কেএলও ফান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল।কয়েকদিনের মধ্যে কেএলও ট্রেনিংয়ের জন্য মায়ানমার যাওয়ার কথা ছিল মৃণাল বর্মণের।শুক্রবার রাতে মৃণালকে ধরে এসটিএফ।শনিবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
এদিন এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, মৃণালকে ফাঁসিদেওয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।