শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ অম্বিকানগর স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের পরিচালনায় আগামী ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট।রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা।
জানা গিয়েছে, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবেন।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে দেড় লক্ষ টাকা এবং রানার্স দলের জন্য ৯০ হাজার টাকা।এছাড়াও রয়েছে নানান পুরস্কার। কোচবিহার কলকাতা বাংলাদেশ থেকে ও টিম আসবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।