শিলিগুড়ি, ২১ নভেম্বররঃ ক্রীড়াপ্রেমী বাপন দে এর স্মৃতির উদ্দেশ্যে রবিবার শিলিগুড়ি কলেজ ময়দানে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।
এদিন বাপন দের প্রতিকৃতিতে মাল্যদান করে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়ার ও অতিথিদের সংবর্ধনা জানানো হয়।টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।এই আটটি দলের মধ্যে দার্জিলিংয়ের একটি দল, সিকিমের দুটি এবং শিলিগুড়ির পাঁচটি দল রয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা, রানার্স দলকে ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে।পাশাপাশি ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট গোলকিপারদের জন্য পুরস্কার রয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজ ভেটেরান্স ফুটবলের সম্পাদক রাজু দে বলেন, বাপন দে একজন ক্রীড়াপ্রেমী ছিলেন।ভেটেরান্স ফুটবলের খেলোয়াড় ছিলেন।তার স্মৃতির উদ্দেশ্যে চার বছর ধরে আমরা এই ফুটবল খেলার আয়োজন করছি।