রাজগঞ্জ, ৯ জানুয়ারিঃ নিজের জন্মদিনে প্রাইমারি স্কুলের কচিকাঁচাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সমাজসেবী সোনামণি রায়। নিজের ৩৩ তম জন্মদিন রাজগঞ্জের বিন্নাগুড়ি বানিয়াপাড়া এসসি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের নিয়ে পালন করলেন সোনামনি রায়। এদিন বিদ্যালয়ের পুড়ুয়াদের নিয়ে প্রথমে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন। এরপর বিদ্যালয়ে থাকা প্রায় ১৩২ জন পড়ুয়াদের হাতে খাতা, কলম, পেন্সিল সহ নানান শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
তিনি জানান, প্রতিবছরই নানা রকম ভাবে নিজের জন্মদিন পালন করা হয়। এবছর ইচ্ছে ছিল একটু অন্যরকম ভাবে জন্মদিন পালন করার। তাই স্কুলের বাচ্চাদের নিয়ে জন্মদিন পালন করলাম। তাদের হাতে কিছু শিক্ষাসামগ্রী তুলে দিলাম। খুব ভালো লাগছে।