রাজগঞ্জ, ১৩ মেঃ কল আছে, কিন্তু জল নেই। সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নলবাহিত পানীয় জলের পাইপ পৌঁছে গিয়েছে এক বছর আগেই। কিন্তু সেই পাইপে জল পৌঁছায়নি। তাই পানীয় জলের সমস্যায় ভুগছেন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ গ্রামের শতাধিক পরিবার।
বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে সরকারিভাবে বাড়ি বাড়ি জলের পাইপ বসানো হয়।এরপর কিছুদিন জল আসলেও প্রায় ৮ মাস থেকে জল আসছে না।এই গরমে জলের সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।ফলে পাতকুয়ো থেকে অন্য কোন বাড়ির জল এনে খেতে হচ্ছে। শীঘ্রই যাতে জল আসে সেই দাবী জানান বাসিন্দারা।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন, জলের ব্যবস্থা করা রয়েছে। কোনো কারনে সেটা হয়তো বন্ধ হয়ে আছে। আমরা খুব শীঘ্রই সেখানে জলের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো।