নকশালবাড়ি, ১৩ ডিসেম্বরঃ ২ দিন আগে চা পাতা তোলার সময় বন্যপ্রাণীর হানায় জখম হয়েছেন চা শ্রমিক। এরজেরে আতঙ্কে পাতা তোলার কাজ পুরোপুরি বন্ধ।নকশালবাড়ি পানিঘাটা বনদফতরের কলাবাড়ি রেঞ্জ ঘেরাও করে বিক্ষোভ দেখালো চা শ্রমিকরা।
জানা গিয়েছে, জঙ্গল ঘেঁষা জাবরা ডিভিশনে কয়েকদিন ধরেই বন্যপ্রাণীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। চা বাগানে বন্য শুয়োরের হানায় জখম হয়েছে চা শ্রমিকরা। পাশাপাশি রয়েছে চিতাবাঘের আতঙ্ক। যার জেরে এদিন পানিঘাটা রেঞ্জের কলাবড়ি বিট অফিসে বিক্ষোভ দেখায় জাবরা চা বাগানের শ্রমিকরা।
চা শ্রমিকদের দাবি, এলাকায় হাতি, চিতাবাঘ এবং বন্য শুয়োরের আক্রমণে একাধিক শ্রমিক আহত হয়েছেন। গরু ছাগল তুলে নিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা।এই নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানান শ্রমিকরা।
মনিরাম গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জানান, অবিলম্বে খাঁচা বসানোর কাজ করতে হবে। আগামীদিনে চা শ্রমিক আক্রান্ত হলে বড় আন্দোলন হবে।
গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি পদক্ষেপের আশ্বাস দেন পানিঘাটা বনদফতরের রেঞ্জার প্রমোদ কুমার দাস।
