রাজগঞ্জ, ৪ অক্টোবরঃ ট্রাইসাইকেলে অসম-গুয়াহাটি ভ্রমণে বেরিয়েছেন বিশেষভাবে সক্ষম খোকন মাঝি(৪০)।
উত্তর ২৪ পরগণার বসিরহাটের সংগ্রামনগরের বাসিন্দা খোকন মাঝি।দুটো পা অচল।ট্রাইসাইকেল নিয়েই চলাফেরা করেন।মনের জোরকে সম্বল করে দীর্ঘপথ ভ্রমণে বেরিয়েছেন তিনি।প্রায় ১৫ দিন যাত্রা করে আজ তিনি রাজগঞ্জ ব্লকের ফুলবাড়িতে এসে পৌঁছেছেন।তার ট্রাইসাইকেলের চারপাশে টবের মধ্যে রয়েছে বিভিন্ন গাছ।সঙ্গে কিছু শুকনো খাবার ও পানীয় জল।প্রতিদিন প্রায় ৩০–৪০ কিলোমিটার ট্রাইসাইকেল চালিয়ে যেখানে রাত হয় সেখানেই ঘুমিয়ে পড়েন।
খোকন মাঝি বলেন, ১৫ দিন আগে ট্রাইসাইকেল নিয়ে অসমের উদ্দেশ্যে বেরিয়েছেন।পথে বহু ধর্মীয় স্থান দর্শন করছেন।ঈশ্বর ও গাছকে ভালবাসার বার্তা নিয়েই তাঁর এই ভ্রমণ।স্বেচ্ছায় কেউ খেতে দিলে খান, নয়তো নিজের কাছে থাকা শুকনো খাবার খেয়েই দিন কাটে।অসমের কামরূপ কামাক্ষ্যা মন্দির দর্শন করা তাঁর উদ্দেশ্য।তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি থাকা উচিত।পাশাপাশি গাছকে রক্ষা ও বৃক্ষরোপণ করা দরকার।ঈশ্বর ও গাছই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।