জলপাইগুড়ি,২৭ আগস্টঃ মা অসুস্থ।আশেপাশে নেই কেউ।তাই নিজের জামা খুলেই মায়ের মাথায় জলপট্টি দিল ৩ বছরের শিশু।
গতকাল রাত থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বাইরে ৩ বছরের পুত্র সন্তানকে নিয়ে রাত কাটাচ্ছেন রেখা সরকার।করোনার জেরে পরিচারিকার কাজ হারিয়েছেন রেখা।স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।এমতবস্থায় নিজের সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না রেখার পক্ষে।এই পরিস্থিতিতে নিজের সন্তানকে নিয়ে বিভিন্ন সরকারি প্রতিক্ষালয়েই রাত কাটছিল রেখা ও তার ৩বছরের পুত্র সন্তানের।গতকাল সন্তানকে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার প্রতিক্ষালয়ে আশ্রয় নেয় রেখা।এদিকে দীর্ঘ দিন ঠিক মতো খাবার না খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন রেখা দেবী।আজ প্রচণ্ড অসুস্থ হয়ে থানার সামনেই মাটিতে বসে পড়েন মহিলা।এদিকে মা’কে এভাবে মাটিতে বসে থাকতে দেখে নিজের জামা খুলেই পাশের কল থেকে সেটি জলে ভিজিয়ে মায়ের মাথায় জলপট্টি দেয় রেখা দেবী ছোট্ট সন্তান। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত সকলেই।
এদিকে সংবাদমাধ্যমের কাছ থেকে এই খবর পেয়ে থানায় ছুটে আসেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।সৈকত বাবু অসুস্থ মহিলার সাথে কথা বলেন।এরপর মহিলাকে জলপাইগুড়ি পৌরসভার ভবঘুরেদের জন্য যে ভবন রয়েছে সেই ভবনে থাকার ব্যবস্থা করে দেন সৈকত বাবু।তিনি বলেন, এই মহিলার যতদিন ইচ্ছে ততদিনে ওই ভবনে থাকতে পারবেন এবং সেখানেই খাবার খেতে পারবেন।