কমছে রোগী, গাড়ির সংখ্যা কমাচ্ছে শিলিগুড়ি লাক্সারি ড্রাইভার্স ইউনিয়ন

শিলিগুড়ি, ৬ জুনঃ কমছে করোনা রোগীর সংখ্যা।স্বস্তিতে স্বাস্থ্য দফতর।রোগী সংখ্যা কমে আসায় এবার গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল শিলিগুড়ি লাক্সারি ড্রাইভার্স ইউনিয়ন।


শহরে করোনা রোগীর সংখ্যা বাড়ায় বিনামূল্যে লাক্সারি গাড়িগুলিতে রোগীদের হাসপাতাল নার্সিংহোমে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় চালকদের সংগঠনটি।গত কয়েকদিনে রোগীর সংখ্যা প্রতিদিন কমছে।যেকারণে যেখানে আগে ১৮টি গাড়ি বিনামূল্যে পরিষেবা দিত তা এখন ৬টি করা হয়েছে।

রবিবার শ্রমিক ভবনে সাংবাদিক বৈঠক করেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অলোক চক্রবর্তী।তিনি বলেন, চালকেরা যেভাবে মানুষের কথা ভেবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়।তবে রোগীর সংখ্যা কমায় আমরাও স্বস্তিতে।তাই গাড়ির সংখ্যা কমানো হচ্ছে।তবে ফের যদি রোগীর সংখ্যা বাড়ে তবে গাড়িও আগের মতো বাড়িয়ে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş