রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী মেলার আয়োজন করা হল।স্কুলের ছাত্র-ছাত্রীরাই নিজেদের হাতে তৈরি জিনিস নিয়ে হাজির হয়েছে কন্যাশ্রী মেলায়।স্কুলের এই উদ্যোগকেও সাধুবাদ এলাকাবাসীর।
জানা গিয়েছে, রবিবার মেলার শুভ উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।মেলাকে কেন্দ্র করে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই কন্যাশ্রীমেলায় মোট ১৫টি স্টল রাখা হয়। যেখানে বিজ্ঞান মডেল প্রদর্শনী, চিত্র প্রদশর্নী সহ ছাত্র-ছাত্রীদের হাতের তৈরি বিভিন্ন খাবারের স্টল রাখা হয়।
এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষমোহন রায়,বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, সমাজসেবী তুষারকান্তি দত্ত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।