শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তা এনজেপি স্টেশনে।নাশকতামূলক ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেশনকে।
বাড়তি সিসি ক্যামেরায় নজরদারি সহ বিভিন্ন বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে।আরপিএফ এবং জিআরপিএফ আধিকারিকরা সোমবার সকাল থেকেই নজরদারি চালাচ্ছেন স্টেশনে আসা ট্রেন ও যাত্রীদের উপর।স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় যাত্রীদের ব্যাগগুলিকে।
আরপিএফ এর আইসি সঞ্জীব সাহা জানান, প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নজরদারি চলছে।বাড়তি সিসি টিভি ক্যামেরা, স্নিফার ডগ দিয়ে নজরদারি রাখা হচ্ছে।তবে এই মুহুর্তে নিরাপত্তার ক্ষেত্রে বেশকিছু খামতি রয়েছে যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।১০০ শতাংশ স্টেশনে সুরক্ষা রয়েছে বলে জানান তিনি।