শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ ১২ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক সুপারি ব্যবসায়ীকে গ্রেফতার করলো জিএসটি ইন্টেলিজেন্স টিম।গ্রেফতার ব্যবসায়ীর নাম রাজেশ কুমার সারদা।সে ধূপগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, ব্যবসায়ী রাজেশ কুমার ২১-২২ অর্থবর্ষে সুপারির ব্যবসা করে প্রায় ২৫ কোটি টাকা আয় করেন।বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসতেই তদন্তে নামে জিএসটি ইন্টেলিজেন্স টিম।গত একবছর ধরে তদন্ত করে ইন্টেলিজেন্স টিম জানতে পারে যে ব্যবসায়ী বিভিন্ন তথ্যের হেরফের করে ১২ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছে।এরপরই সুপারি ব্যবসায়ীকে সমন জারি করা হয়।
সমন জারি হতেই ব্যবসায়ী রাজেশ কুমার জিএসটি ইন্টেলিজেন্স দপ্তরে পৌঁছায়।এরপর জিএসটি ইন্টেলিজেন্স টিম ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে।এরপরই গ্রেফতার করা হয় তাকে।মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।