শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ গাড়ির এয়ার ফিল্টারে বিশেষ চেম্বার বানিয়ে সোনা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল ডিআরআই।কোটি টাকার সোনা সহ গ্রেফতার হল দুই পাচারকারী।ধৃত দুজনের নাম মহেশ চৌধুরী এবং জেঠ মোহন বসাক।দুজন বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে কোচবিহার-শিলিগুড়ি হয়ে বিহারে সোনা পাচারের পরিকল্পনা ছিল।পাচারের জন্য সোনা কোচবিহারে মহেশ চৌধুরী এবং জেঠ মোহন বসাকের হাতে তুলে দেওয়া হয়।গাড়ির এয়ার ফিল্টারে বিশেষ চেম্বার বানিয়ে সেই সোনা নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় তারা।এই খবর পায় ডিআরআই।এরপর ডিআরআই শিলিগুড়ি ইউনিটের পাচার রুখতে অভিযানে নামে।জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের হুসলুডাঙা টোল প্লাজার কাছে একটি চারচাকা গাড়ি দাঁড় করায়।সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় ১৩ পিস সোনার বিস্কুট।গাড়িতে থাকা দুজনের কাছে সোনার বৈধ নথী দেখতে চাওয়া হলে কোন নথী তারা দেখাতে পারেনি।এরপরই গ্রেফতার করা হয় তাদের।
এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী রতন বণিক জানান, শুক্রবার হুসলুডাঙা টোল প্লাজার কাছে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি সোনা সহ দুজনকে গ্রেফতার করে ডিআরআই।তাদের কাছ থেকে ১৩ পিস সোনা উদ্ধার হয়েছে।যার ওজন এক কেজিরও বেশি।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক।