বিহারে কোটি টাকার গাঁজা পাচারের ছক, খড়িবাড়িতে অভিযানে গ্রেফতার ১ 

খড়িবাড়ি, ২২ ডিসেম্বরঃ কনটেনারে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক।কোটি টাকার গাঁজা উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ। 
জানা গিয়েছে, অসম থেকে বিহারে একটি হরিয়ানা নম্বর গাড়িতে গাঁজা পাচার হবে গোপন সূত্রে এই খবর পেয়ে খড়িবাড়ির পিডব্লিউডি মোড়ে অভিযান চালায় পুলিশ।আটক করা হয় একটি কনটেনার।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭৫ প্যাকেটে মোট ৬৯৪ কেজি গাঁজা।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এক কোটি টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় কনটেনার চালক আকবর আলিকে।
আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।এসডিপিও নকশালবাড়ি সৌম্যজিৎ রায় জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।মাদক মুক্ত করতে আগামীদিনেও অভিযান চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *