শিলিগুড়ি,১৯ আগস্টঃ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি আবেদন জানিয়েছিলেন অনেকে।কয়েকদিনের মধ্যেই বদলির নির্দেশ পেয়ে নতুন স্কুলে যোগ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার শিলিগুড়ির প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসে ১০ জন প্রাইমারির শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দেওয়া হয় ট্রান্সফার সার্টিফিকেট।শিলিগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্তে স্কুলে এতোদিন অনেক শিক্ষক-শিক্ষিকা শিক্ষকতা করছিলেন।উৎসশ্রীর মাধ্যমে আবেদন করে তাঁরা বাড়ির সামনে স্কুলে যোগ দিলেন।
এদিন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রকাশ রায় বলেন, পোর্টাল মারফত আমাদের কাছে আবেদনপত্র আসতেই ১৫ মিনিটের মধ্যে আমরা সমস্ত প্রক্রিয়া শেষ করে ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছি।রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের ফলে অনেক শিক্ষক শিক্ষিকাদের সুবিধা হচ্ছে।এদিন নতুন স্কুলে যোগ দিয়ে উৎসশ্রী নিয়েও প্রশংসা করেন শিক্ষক শিক্ষিকারা।