রাজগঞ্জ,১০ ডিসেম্বরঃ পাচারের আগে দুটি ট্রাক থেকে প্রায় এককোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে জলপাইগুড়ি সংলগ্ন দশদরগা এলাকা থেকে দুটি ট্রাক বোঝায় বার্মাটিক কাঠ উদ্ধার করে বনকর্মীরা। এই ঘটনায় এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রশিদ খান।ধৃত দিল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও অন্য ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়লার বস্তার আড়ালে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল। অসম থেকে গুরগাও এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

