রাজগঞ্জে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং তৃণমূলের যৌথ সভার আয়োজন

রাজগঞ্জ, ৪ এপ্রিলঃ ক্ষোভ-বিক্ষোভ ভুলে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামতে যৌথ সভা করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি(কেপিপি)।রবিবার রাজগঞ্জের পানিকৌরি অঞ্চলের ফুটকিপাড়া কেপিপি ও তৃণমূলের যৌথ সভা হয় ।


জানা গিয়েছে, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি তৃণমূলকে সমর্থন করলেও রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেপিপি নেতৃত্বের একটা অংশ আলাদা প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।কিন্তু কেপিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায়ের হস্তক্ষেপে আর প্রার্থী দেওয়া হয়নি।

অতুল রায় বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে তৃণমূলকে সমর্থন করেছি।কিন্তু রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্থানীয় কেপিপি নেতৃত্ব ও তৃণমূল নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তাই সব ক্ষোভ ভুলে উভয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করার জন্য যৌথ সভা করা হয়।


একই কথা বলেন, রাজগঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়।এদিনের সভায় উপস্থিত ছিলেন কেপিপির জলপাইগুড়ি জেলার সভাপতি বিমলচন্দ্র বর্মন, রাজগঞ্জ ব্লকের সভাপতি বিমল রায়, আদিবাসী বিকাশ পরিষদের নেতা অনিল ওঁরাও, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ উমর ফারুক,তৃণমূলের ব্লক সভাপতি বিধান রায়, যুব সভাপতি তুষার কান্তি দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *