শিলিগুড়ি, ২১ জুনঃ ক্রেতা সেজে পুলিশের অভিযান।ব্রাউন সুগার সহ এবারে এক বয়স্ক মহিলাকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম গীতা শেরপা(৬১)।শালুগাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, শালুগাড়ার কাছে মহিলার একটি দোকান রয়েছে।আর এই দোকানের আড়ালেই মাদক বিক্রি করছিল সে।দীর্ঘদিন ধরেই এই কারবার চালাচ্ছিল সে।এই খবর পেয়েই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ ক্রেতা সেজে অভিযান চালিয়ে মহিলাকে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় ৫৮ গ্রাম ব্রাউন সুগার।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
