রাজগঞ্জ ২৭ মেঃ ক্রেতা সেজে সোনার দোকানে প্রবেশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে চম্পট দিল দুই ব্যক্তি।আর এই গোটা ঘটনা ধরা পড়লো দোকানের সিসিটিভি ক্যামেরায়।শুক্রবার বেলাকোবা বাজারের এক সোনার দোকানে এই ঘটনাটি ঘটেছে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দুই অবাঙালি ব্যক্তি দোকানে সোনার গয়না কেনার উদ্দেশ্যে যান।এরপর সোনার চেইন ও কানের দুল সহ বিভিন্ন গয়না দেখানোর জন্য দোকান মালিককে বলেন তারা।এরপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাত সাফাই করে চম্পট দেয় দুজন।চলে যাওয়ার পরই বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের।আর এই গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
সোনার দোকানের মালিক দিলীপ চক্রবর্তী জানান, দুই অভিযুক্ত প্রায় ২১ গ্রাম ৪০০ মিলিগ্রাম সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছে।যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।তারা মূলত হিন্দিতেই কথা বলছিল।এছাড়াও দিল্লি নিবাসী বর্তমানে জলপাইগুড়ি আছেন বলে পরিচয় দেয় তারা।
এদিকে ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন দোকান মালিক।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।