জলপাইগুড়ি, ২৪ নভেম্বরঃ বাজারে জিনিস কিনতে গিয়ে ঠকে গিয়েছেন? তবে আপনাকে সহায়তার হাত বাড়িয়ে দেবে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর।
প্রতিনিয়ত প্রচারে থাকলেও, শহরজুড়ে বারবার প্রতারণার স্বীকার হন অনেকেই।এই কারণে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি জেলা জুড়ে সচেতনতার প্রচারে নেমেছে।মাইকিং করে মানুষকে সচেতন করছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকেরা।
আধিকারিকরা বলেন,এত প্রচারের পরেও অনেকেই রসিদ ছাড়া জিনিস কেনেন।কেনাকাটার সময়ে রসিদ নিলেই বিক্রেতারা সচেতন থাকেন।পাশাপাশি ক্রেতারাও প্রতারণার হাত থেকে রেহাই পাবেন।