নকশালবাড়ি, ২৩ জানুয়ারিঃ নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।
এদিন স্কুলের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা।এদিন প্রদীপ প্রজ্জ্বলন, প্যারেড সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।
উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সভার সম্পাদিকা তৃপ্তিদেবী সরকার, পরিচালন সমিতির সভাপতি নির্মাল্য কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক সুজিৎ দাস সহ অন্যান্যরা।দৌড়, হাইজাম্প, লং জাম্প সহ একাধিক খেলার মাধ্যমে ও জয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।