‘শীঘ্রই নয়া কৃষি বিল নিয়ে শুরু হবে বিজেপির সচেতনতা অভিযান’-লকেট চ্যাটার্জি  

শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ লকেট চ্যাটার্জি এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।


এদিনের সাংবাদিক বৈঠকে নয়া কৃষি বিল নিয়ে লকেট চ্যাটার্জি বলেন, কৃষি বিল পাস হলে কৃষকরা সবদিক থেকেই লাভবান হবেন।মোদী সরকারের এই নতুন বিলে কৃষকদের সমস্ত বাধ্যবাধকতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।কৃষকরা নিজের ইচ্ছে মত যেখানে খুশি ফসল বিক্রি করতে পারবেন।

তিনি আরও বলেন, শীঘ্রই নয়া কৃষি বিলের সমর্থনে ও কৃষকদের সচেতন করতে বিজেপির তরফে অভিযান শুরু করা হবে।এই অভিযান গ্রাম থেকে শহরে চলবে।       


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *