কৃষি আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের

শিলিগুড়ি,২৫ জানুয়ারিঃ ‘দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও’-এই স্লোগান তুলে অবস্থান বিক্ষোভ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের।সোমবার কৃষি আইন বাতিলের দাবিতে শিলিগুড়ি জংশন এলাকায় অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা।আজ সারারাত ব্যাপি তাদের এই কর্মসূচী চলবে বলে জানা গিয়েছে।


জেলা বামফ্রন্টের কনভেনার জীবেশ সরকার বলেন, আগামীকাল প্রজাতন্ত্র দিবসে দিল্লীতে লাখো কৃষক ট্রাক্টর নিয়ে মিছিল করবে।আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির পক্ষ থেকে জেলায় জেলায় এই কর্মসূচি পালন করছি।আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি দিনরাত অবস্থান বিক্ষোভ করছে।এছাড়াও আগামীকাল শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে ট্রাক্টর মিছিল বের করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibomcasibom girişcasibom giriscasibomonwingrandpashabet girişholiganbetjojobet girişbets10 günceljojobet girişonwin giriş