ইসলামপুর,১৫ ডিসেম্বরঃ কৃষি আইনের বিরোধিতায় AIKKMS-এর তরফে ইসলামপুর বাস টার্মিনালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজন কৃষ্ণ পাল,নির্মল সরকার, ভদ্র রাম সিনহা,ইমরুল কায়েস সহ অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা।
এদিন সুজন কৃষ্ণ পাল বলেন, সারা দেশের কৃষকরা এই আইনের বিরোধিতা করছে এবং লক্ষাধিক কৃষকরা দিল্লীতে বসে অবস্থান-বিক্ষোভ লাগাতার চালিয়ে যাচ্ছেন।তাই তারাও ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইসলামপুর বাস টার্মিনালের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন।